সাংবাদিক জসিম উদ্দিনের ওপর হামলাকারীদের বিচার দাবি
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ মে ২০২৪, ১১:৪৮
দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক জসিম উদ্দিনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এর ব্যত্যয় হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।
বিবৃতিতে সাংবাদিক নেতারা আরো বলেন, গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পুরান বাউশিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারি আমিনুর রহমান হারুন শিকদার ও তার সন্ত্রাসীরা সাংবাদিক জসিমকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালায়। এক পর্যায়ে স্থানীয় জনগণ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, বাউশিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আমিনুর রহমান হারুন তার বাড়িতে মাদকের আসর বসাতেন। যার ফলে সমাজে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। জনস্বার্থে এ বিষয়ে তিনি রিপোর্ট করেন। এতে ক্ষুব্দ হয়ে এ হামলা চালায়।
বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা-মামলা এখন সরকার ও প্রভাবশালী মহলের নিত্যকার রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতন অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। যার ফলে বাংলাদেশে গণমাধ্যম তার অস্তিত্ব হারাতে বসেছে।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা