১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এডব্লিউএস কমিউনিটি ডে বাংলাদেশ উদযাপন

এডব্লিউএস কমিউনিটি ডে বাংলাদেশ উদযাপন - ছবি : সংগৃহীত

এডব্লিউএস কমিউনিটি ডে বাংলাদেশ ২০২৪-এর চতুর্থ সংস্করণের আয়োজনে দেশে ক্লাউড দক্ষতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে ৷

শনিবার (১৮ মে) এডব্লিউএস ইউসার গ্রুপ বাংলাদেশ এ ডে উদযাপন করে।

ব্রেইন স্টেশন পিএলসি-র ক্লাউড বিজনেসের প্রধান ফারজানা আফরিন ত্বিষা এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-র পরিচালক ও সিটিও সহ-প্রধান মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে, ইউজার গ্রুপের প্রধান ফারজানা আফরিন ত্বিষা ৩০০ জনের ও বেশি AWS ক্লাউড প্রফেশনালস দেড় জন্য দিনব্যাপী একটি টেকনোলজি ইভেন্টের আয়োজন করে।

এডব্লিউএস, প্ল্যাটিনাম স্পনসর- ব্রেইন স্টেশন ২৩ পিএলসি এবং সিলভার স্পন্সর সেলিস ডিজিটাল প্ল্যাটফর্ম দ্বারা সমর্থিত এই ইভেন্টে ১৯ জন বক্তা উপস্থিত ছিলেন যারা AWS ক্লাউড ও AI প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে তথ্যমূলক সেশন উপস্থাপন করেছিলেন।

দিনের হাইলাইট ছিল AWS-এর পার্টনার সাকসেস স্কেল (ভারত এবং সার্ক) প্রধান ভাস্কর জোশীর ইন্ডাস্ট্রি keynote, যিনি বৈশ্বিক সংযোগ বৃদ্ধিতে ক্লাউড ও AI প্রযুক্তির শক্তির ওপর বক্তব্য উপস্থাপন করেন।

AWS কমিউনিটি ডে বাংলাদেশ ২০২৪- প্রযুক্তিতে নারীদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে AWS Women in Tech Bangladesh প্রযুক্তির ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও সহায়তার জন্য নিবেদিত একটি নতুন গ্রুপ হিসেবে AWS Women in Tech Bangladesh আত্মপ্রকাশ করে ।

রিধিমা কাপুর, অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (AWS) ডেভেলপার মার্কেটিং লিড এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (AIUB) আইসিই ও আইটির (নেটওয়ার্ক অপারেশন) পরিচালক মো: মনিরুল ইসলাম যথাক্রমে কমিউনিটি এবং একাডেমিতে keynote বক্তব্য প্রদান করেন।

ইভেন্টে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী স্থানীয়ভাবে AI-এর সম্ভাবনার ওপর একটি বিশদ প্যানেল আলোচনা হয়। যেখানে অংশ নেন ব্রেইন স্টেশন ২৩ পিএলসির পরিচালক ও সিইও রাইসুল কবির, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মের সিইও-জুলিয়ান ওয়েবার, বঙ্গো বিডির সিটিও-শাদিদ হক এবং ইননিড ইন্টেলিজেন্ট ক্লাউডের সিইও-শামীম আশরাফি।

এভেন্টিতে BDJobs.com-এর সহায়তায় ক্লাউড প্রফেশনালদের ওপর ফোকাস করে একটি ক্যারিয়ার ফেস্টেরও আয়োজন করা হয়। ভেন্যু পার্টনার হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) ও তাদের স্টুডেন্ট কমিউনিটি IEEE, ACES এবং ESAB অংশগ্রহণ করে। জনসংযোগ পার্টনার হিসেবে এডফিনিক্স এবং ফটোগ্রাফি পার্টনার হিসেবে র-এক্সপোসার- অংশগ্রহণ করে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement