১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নৈতিকতা সম্পন্ন মানুষ গড়াই আমাদের লক্ষ্য : অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান

-

দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান বলেছেন, ‘নৈতিকতা সম্পন্ন মানষ গড়াই আমাদের লক্ষ্য। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে উপদেশ হলো, আত্ম উপলব্ধি করা। এর মানে হলো নিজেকে চেনা। তুমি কে, তোমাকে কে সৃষ্টি করেছে আর মৃত্যুর পরে তুমি কোথায় যাবে। কুরআন-হাদিস বেশি করে পড়া। তাহলে হিকমা এবং জ্ঞান অর্জন করতে পারবে। সব ভালো কাজের প্রতিযোগিতা করা। এতে দুনিয়া এবং আখেরাতে পুরস্কার রয়েছে।’

শনিবার মাদরাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকা'র উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মাদ খলিলুর রহমান মাদানী।

এছাড়াও মাদরাসার শিক্ষক মাওলানা জাকির হোসাইন শেখ, মাওলানা আবুল কাশেম গাজী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মো: শরিফুল ইসলাম, মিজানুর রহমান, মাওলানা আব্দুস সামাদ, আব্দুল জাব্বার, আহসান হাবিব, আশরাফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মাওলানা রেয়াজুল ইসলাম, আব্দুস সামাদ, মাওলানা সানাউল্লাহ আনসারী, মাওলানা আব্দুল ওয়াজেদ পাটোয়ারী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ, মহিলা শিক্ষিকা ইনচার্জ মাসুদা খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, মেধাক্রম, আজান, ছড়া বলা, রচনা প্রতিযোগিতা ও দৌড় প্রতিযোগিতা ছাড়াও প্রায় ২০টি ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

এছাড়া বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন। তিনি বলেন, অন্যান্য বছরের মতো এবারের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপিত হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বছরের বিভিন্ন সময়ে চিত্রাঙ্কন, কুইজ, সিরাত পাঠসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনে করে থাকে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল