১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীর জুড়ে ইসতিসকার নামাজ আদায়

রাজধানীর জুড়ে ইসতিসকার নামাজ আদায় - ছবি : সংগৃহীত

চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তি ও রহমতের বৃষ্টির প্রত্যাশায় রাজধানীর জুড়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর ধুপখোলা মাঠে, লালবাগে, চকবাজারে, আরমানিটোলা, আলীয়া মাদরাসাসহ বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও দোয়ার পূর্বে বিশিষ্ট আলেম ও ওলামারা বলেন, সারাদেশে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই অসহনীয় গরমে ছোট বাচ্চা এবং বৃদ্ধরা কষ্ট পাচ্ছে, অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। আজ দেশের সর্বত্র অরাজকতা ছেয়ে গেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর এই দুর্ভোগ দিয়েছেন। এমন অসহনীয় পরিস্থিতি থেকে একমাত্র আল্লাহই আমাদের মুক্তি দিতে পারেন।

এজন্য দুর্ভোগ থেকে মুক্তি পেতে আমাদের তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমরা এই প্রচণ্ড রোদের মাঝেও আল্লাহর রহমত কামনা করে নামাজ আদায় করেছি ও দোয়া করেছি। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে রহমতের বারিধারায় আমাদের সিক্ত করবেন।

দোয়া ও মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা এবং রহমতের বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement