ফালাহ-ই-আম ট্রাস্টের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ এপ্রিল ২০২৪, ১৩:২৭, আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১৩:৩১
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে ফালাহ-ই-আম ট্রাস্ট।
শনিবার ট্রাস্টের উদ্যোগে মগবাজারে এক মিলনায়তনে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফালাহ-ই-আম ট্রাস্টের অফিস ইনচার্জ মো: আকতার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মুহা. আবদুর রব এবং বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের সেক্রেটারি ড. মো: হাবিবুর রহমান ও ট্রাস্টের সদস্য আতাউর রহমান সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের হোমিও ডা. আহসান হাবিব ও আল ফালাহ প্রিন্টিং প্রেসের ডেপুটি ম্যানেজার খন্দকার রুহুল আমিন।
উল্লেখ্য, ফালাহ-ই-আম ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এ বছরও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।
প্রেস বিজ্ঞপ্তি।