সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছেন ঝিনাইদহের সামাউল
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৮, আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০১
স্বেচ্ছায় সেবা ও সামাজিক কার্যক্রমে তরুণদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেমনই ঝিনাইদহের এক তরুণ সামাউল হক। ইতোমধ্যে তিনি আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশন নামে একটি সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে। সামাজিক প্রতিষ্ঠানটির উদ্দেশ্য দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
সামাউল ঝিনাইদহ সদর উপজেলার ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সাব্দার হোসেন ছেলে। বর্তমানে তিনি ইবনে সিনা ট্রাস্টে কর্মরত। তিনি তার উপার্জিত অর্থের একটা অংশ এলাকার গরীব দুঃখীদের সাহায্যকল্পে ব্যয় করে যাচ্ছে। তার সামাজিক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে এলাকার অনেক তরুণ যুবক এখন সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে।
সামাউলের সামাজিক কার্যক্রমের মধ্যে টিউবওয়েল বিতরণ, মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, সেলাই মেশিন বিতরণ, অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান, ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বেকারদের কর্মসংস্থানে সহায়তা প্রদান ও বৃক্ষরোপণ কার্যক্রম উল্লেখযোগ্য।
সামাউলের স্বপ্ন সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান এবং তার মতো যেন অন্যরাও সমাজের উন্নয়নে এগিয়ে আসে। নিজে কাজ করার পাশাপাশি অন্যকেও উৎসাহিত করে যাচ্ছে সামাউল।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা