২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট - সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং বৃহৎ গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার কর্ণধার ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী এখন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তিনি এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার ও তার পরিবারের মোট সম্পদ ২৩ দশমিক ছয় বিলিয়ন বৃদ্ধি পেয়ে ২০৭ দশমিক ছয় বিলিয়ন ডলার হয়েছে।

ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ইলন মাস্কের ২০৪ দশমিক সাত বিলিয়ন সম্পদ অতিক্রম করেন বার্নার্ড আর্নল্ট।

তালিকায় মাস্কের পরেই, অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক তিন বিলিয়ন ডলার।

শীর্ষ ১০ ধনীর নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে ১১তম স্থানে রয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার। ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি রয়েছেন ১৬তম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক দুই বিলিয়ন ডলার।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি :
১. বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার, মোট সম্পদ ২০৭.৬ বিলিয়ন ডলার
২. ইলন মাস্ক, মোট সম্পদ ২০৪.৭ বিলিয়ন ডলার
৩. জেফ বেজোস, মোট সম্পদ ১৮১.৩ বিলিয়ন ডলার
৪. ল্যারি এলিসন, মোট সম্পদ ১৪২.২ বিলিয়ন ডলার
৫. মার্ক জুকারবার্গ, মোট সম্পদ ১৩৯.১ বিলিয়ন ডলার
৬. ওয়ারেন বাফেট, মোট সম্পদ ১২৭.২ বিলিয়ন ডলার
৭. ল্যারি পেজ, মোট সম্পদ ১২৭.১ বিলিয়ন ডলার
৮. বিল গেটস, মোট সম্পদ ১২২.৯ বিলিয়ন ডলার
৯. সের্গেই ব্রিন, মোট সম্পদ ১২১.৭ বিলিয়ন ডলার
১০. স্টিভ বলমার, মোট সম্পদ ১১৮.৮ বিলিয়ন
সূত্র : দি মিন্ট, এনডিডিভি


আরো সংবাদ



premium cement