১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

প্রধানমন্ত্রী একজন জান্নাতি মানুষ : মাওলানা কাফীলুদ্দীন

প্এটা শুধু বঙ্গবন্ধুর নৌকা না, নূহ আ: কিস্তি : নজিবুল বশর মাইজভান্ডারী
জাতীয় ইমাম সম্মেলনে বক্তব্য রাখছেন মাওলানা মুফতি কাফীলুদ্দীন সরকার সালেহী। - ছবি : সংগৃহীত

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষ এবং ইসলামের জন্য আশীর্বাদ’ মন্তব্য করে বিশিষ্ট ইসলামী বক্তা ছারছীনা দরবারের অন্যতম প্রধান আলেম মাওলানা মুফতি কাফীলুদ্দীন সরকার সালেহী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জান্নাতি মানুষ। ’

সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘জাতীয় ইমাম সম্মেলনে’ তিনি এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও আমিনবাগ জামে মসজিদের খতিব মুফতি কাফীলুদ্দীন সরকার সালেহী বলেন, ‘নবী-রসুল, গাউস-কুতুব, অলি-আওলিয়াদের পথ ধরে আপনি এই বাংলার জমিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ৫৬৪ মডেল মসজিদ প্রতিষ্ঠা করে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শাসক হিসেবে পৃথিবীর মানচিত্রে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এদেশের মানুষের জন্য এবং ইসলামের জন্য আশীর্বাদ। ’

শেখ হাসিনার প্রশংসা করে এই আলেম বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। আপনি বাংলাদেশে অবিস্মরণীয়, পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন। পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান, আজ পর্যন্ত, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত একটি দেশে একইসাথে ৫৬৪ মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছেন, এ রকম কোনো নজির, উদাহরণ নেই। ’

ইমামরা শেখ হাসিনার সৈনিক মন্তব্য করে ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক এই অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার ভয় নেই। আপনি এগিয়ে যান। লাখ লাখ ইমাম, মুয়াজ্জিন ও খতিব আপনার পাশে আছেন। আপনি জানেন, ইমামরা কিন্তু আপনার সৈনিক। ’

তিনি বলেন, ‘তাদের (ইমামদের) যেমন দোয়ার হাত আছে, তেমনি সামাজিক পরিবর্তন এবং মানুষের মন মানসিকতা পরিবর্তনের ভাষাও আছে। কারণ মুসল্লিদের সদ-উপদেশ দিলে সাথে সাথে তারা গ্রহণ করেন। ’

ইসলামিক ফাউন্ডেশন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে মন্তব্য করে প্রতিষ্ঠানটির গভর্নর কাফীলুদ্দীন সরকার বলেন, ‘আপনার (প্রধানমন্ত্রী) সুচিন্তিত দিক নির্দেশনায় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সফল নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন নানাবিধ কর্মমুখী পদক্ষেপ নিয়েছে। বর্তমানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছে। ’

ইসলামিক ফাউন্ডেশন জানায়, সারাদেশের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের সাথে রয়েছেন ৮০ হাজার আলেম-ওলামা। তাদের প্রতি মাসে সাড়ে ৫ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিয়ে থাকে সরকার। এই শিক্ষকেরা ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। তারাই মূলত এ সম্মেলনে যোগ দেন। এর বাইরেও আরো ২০ হাজার ইমাম যোগ দেন।

নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তরিকত ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘এটা শুধু বঙ্গবন্ধুর নৌকা না। নূহ আ: কিস্তি এটা। সেই নৌকা বঙ্গবন্ধুকে আল্লাহ দান করেছেন। এই নৌকা দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই নৌকা দিয়েই আজকে আমরা উন্নতি পেয়েছি। ’

তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছি বলেই আজকে ৫৬৪ মডেল মসজিদ পাচ্ছি। দোয়া করবেন, আগামী দিনেও প্রধানমন্ত্রী যেন একইভাবে দেশের খেদমত করতে পারেন। এই নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। ’

ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা এহসানুল হক আল মোজাদ্দেদী।

ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান।

আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। স্বাগত বক্তব্য রাখেন ধর্মবিষয়ক সচিব মো: এ হামিদ জমাদ্দার।


আরো সংবাদ



premium cement
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বিসিএসআইআর চেয়ারম্যান হলেন সামিনা আহমেদ সোনারগাঁওয়ে নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতের সাথে সমন্বয়ের দাবিতে জেলেদের পিটিয়ে হত্যার ঘটনায় তিন ছাত্রকে পুলিশে সোপর্দ ঢাবি কর্তৃপক্ষের ঢাবিতে পিটিয়ে মারা তোফাজ্জলের পাথরঘাটার বাড়িতে শোকের মাতম আরো ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নেয়া হচ্ছে : ডিএনসিসির সিইও পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি শ্রীনগরে ছাত্র আন্দোলনে হামলাকারী ও হুমকিদাতাদের বিচার দাবি বাংলাদেশ থেকে অর্থ পাচার : যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রতি যে আহ্বান জানালো টিআইবি

সকল