১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না : হিরো আলম

শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না : হিরো আলম। - ছবি : সংগৃহীত

দেশের আলোচিত মুখ ও বিভিন্ন ইস্যুতে সোচ্চার হিরো আলম বলেছেন, শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না। এ সময় শহীদ মিনারের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) হিরো আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘এখন মনে হয় না আগের মতো চেতনাটা আছে। এর আগে বগুড়াতে ফুল দিয়েছি। আজ আমি প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে এলাম। এখানে আসার পরে আমি দেখলাম ফুল দেয়া না, মনে হয় ফটোশেসন হচ্ছে। এখানে যে গ্রুপ আসছে তারা ফুল দেয়া না, আসছে সেলফি তুলতে। লোক দেখানো ফুল দেয়া হচ্ছে। এগুলোকে ফুল দেয়া বলে না, শহীদদের শ্রদ্ধা জানানো বলে না।’

তিনি আরো বলেন, ‘‘এখানে শহীদদের কথা বলা হবে। কিন্তু এখানে শ্লোগান হচ্ছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। এখানে তো এ শ্লোগান হতে পারে না। এখানে শ্লোগান হবে শহীদদের কথা নিয়ে। তারা শহীদদের কথা না বলে বলছে ‘ডাইরেক্ট অ্যাকশন, এগিয়ে চলো এগিয়ে চলো’, এখানে কথা বলতে হবে শহীদের শ্রদ্ধা জানিয়ে।’’

রাজনীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি পুরোপুরি রাজনীতির ভেতরে আছেন। দেশের মানুষ ভালোবাসা দিয়েছে, দেশের জন্য কাজ করতে চান, জনগণের পাশে থাকতে চান।

ভাষার মাসে দেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে তিনি বলেন ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে পাঠান সিনেমা রিলিজ করা উচিত না। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেয়ার পক্ষে নই।’


আরো সংবাদ



premium cement
চট্টগ্রাম বিএনপি নেতা শামীমকে শোকজ, সন্তোষজনক ব্যাখ্যা না দিলে শাস্তি আধিপত্য বিস্তার এবং হত্যার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড স্ত্রীসহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা বেনাপোলে বিজিবি ও বিএসএফের সীমান্ত সম্মেলন কিউবাকে সন্ত্রাসের মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র পরকীয়া কাণ্ড : সিংগাইর থানার ২ পুলিশ ক্লোজ ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়

সকল