২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না : হিরো আলম

শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না : হিরো আলম। - ছবি : সংগৃহীত

দেশের আলোচিত মুখ ও বিভিন্ন ইস্যুতে সোচ্চার হিরো আলম বলেছেন, শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না। এ সময় শহীদ মিনারের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) হিরো আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘এখন মনে হয় না আগের মতো চেতনাটা আছে। এর আগে বগুড়াতে ফুল দিয়েছি। আজ আমি প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে এলাম। এখানে আসার পরে আমি দেখলাম ফুল দেয়া না, মনে হয় ফটোশেসন হচ্ছে। এখানে যে গ্রুপ আসছে তারা ফুল দেয়া না, আসছে সেলফি তুলতে। লোক দেখানো ফুল দেয়া হচ্ছে। এগুলোকে ফুল দেয়া বলে না, শহীদদের শ্রদ্ধা জানানো বলে না।’

তিনি আরো বলেন, ‘‘এখানে শহীদদের কথা বলা হবে। কিন্তু এখানে শ্লোগান হচ্ছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। এখানে তো এ শ্লোগান হতে পারে না। এখানে শ্লোগান হবে শহীদদের কথা নিয়ে। তারা শহীদদের কথা না বলে বলছে ‘ডাইরেক্ট অ্যাকশন, এগিয়ে চলো এগিয়ে চলো’, এখানে কথা বলতে হবে শহীদের শ্রদ্ধা জানিয়ে।’’

রাজনীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি পুরোপুরি রাজনীতির ভেতরে আছেন। দেশের মানুষ ভালোবাসা দিয়েছে, দেশের জন্য কাজ করতে চান, জনগণের পাশে থাকতে চান।

ভাষার মাসে দেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে তিনি বলেন ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে পাঠান সিনেমা রিলিজ করা উচিত না। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেয়ার পক্ষে নই।’


আরো সংবাদ



premium cement
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি আবারো বাড়ল স্বর্ণের দাম

সকল