২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তান হাই কমিশনের উদ্যোগে পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে

পাকিস্তান হাই কমিশনের উদ্যোগে পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে - ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী শুক্রবার ঢাকায় টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রথম পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।

ঢাকার পূর্বাচলের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস এবং জাতিসঙ্ঘ সংস্থার ১২টি ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করে ইভেন্টের উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হাইকমিশনার বলেন, এই টুর্নামেন্ট পাকিস্তান দিবস উদযাপনে হাইকমিশন কর্তৃক বিভিন্ন আয়োজন ও কার্যক্রমের অংশ বিশেষ।

খেলোয়াড়দের সাথে মতবিনিময়কালে হাইকমিশনার আশা প্রকাশ করেন যে ক্রীড়া ইভেন্টটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক মিশনগুলোর মধ্যে সৌহার্দ্য ও সংযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি বলেন, পাকিস্তান হাই কমিশন সবার অংশগ্রহণে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখবে।

সিদ্দিকী কূটনৈতিক মিশন এবং অন্যান্য সংস্থার সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের জন্য শুভকামনা জানান।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement