২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ইবি থিয়েটারের পথনাটকে অবহেলিতদের কৃতিত্ব ও বঞ্চনার কথা

ইবি থিয়েটারের পথনাটকে অবহেলিতদের কৃতিত্ব ও বঞ্চনার কথা - ছবি : নয়া দিগন্ত

হাঁটতে গিয়ে ধুলার অত্যাচারে অতিষ্ঠ রাজা হবুচন্দ্র। তাই মন্ত্রী গবুকে ডেকে পায়ে ধুলা না লাগার উপায় বের করতে আদেশ করলেন রাজা। রাজার আদেশে মন্ত্রী ও পন্ডিতরা সবাই অস্থির। ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, কার্পেট দিয়ে রাস্তা ঢাকাসহ নানা কাজ করে দিশেহারা সবাই। পরিশেষে জুতা তৈরি করে সবাইকে রক্ষা করেন মুচি। তবে জুতা আবিষ্কারের কৃতিত্ব নেন রাজা নিজেই। এমন গল্পে পথনাটকের মাধ্যমে সমাজে অবহেলিত মানুষের কৃতিত্ব ও বঞ্চনার কথা ফুটিয়ে তুলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে পথনাটক পরিবেশন করেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের নাট্যকর্মীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘জুতা আবিষ্কার’ অবলম্বনে নাটকটি পরিবেশন করেন তারা।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সহ-সভাপতি কৌশিক আহমেদের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বদরুল আমিন পিয়াস (রাজা), আব্দুল মমিন নাহিদ (মন্ত্রী), তাজনিয়া লাবন্য (উজির), আদনান আলিম পাটোয়ারি (শাস্ত্রী), মাহির আল মুজাহিদ (মুচি), পারিজাত সুলতানা (ঝাড়ুদার), কুলসুম অক্তার (ঝাড়ুদার) এবং মোনালিসা মুনা (পুথি পাঠক)। সার্বিক সহযোগিতায় ছিলেন- থিয়েটারের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ, ইমরান নাজির ও শিহাব উদ্দিন।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি আব্দুল মমিন নাহিদ বলেন, ‘জুতা আবিষ্কার কবিতার মতো আমাদের সমাজেও অবহেলিত মানুষের অনেক অবদান রয়েছে। তবে তাদের এই কৃতিত্ব অনেক সময় চাপা পড়ে যায়। অবহেলিত মানুষের শ্রমের মূল্য প্রদানে সচেতনতা সৃষ্টির জন্য আমরা এই নাটক পরিবেশন করেছি।’


আরো সংবাদ



premium cement
ভালুকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে হতাহত ৫ আমরা কারো দাবার গুটি হবো না : জামায়াত আমির ক্রিপ্টোকারেন্সির ১৫০ কোটি ডলার চুরি আমাদের বিরুদ্ধে বৈষম্য-জুলুম এখনো শেষ হয়নি : মাসুদ সাঈদী ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত শান্তি আলোচনায় জেলেনস্কির উপস্থিতিকে দরকারি মনে করেন না ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে স্টারমার ও ম্যাক্রঁ ‘কিছুই করেননি’, বললেন ট্রাম্প ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস ১৫ বছর পর দেশে ফিরে বোনের বাড়িতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান বিজিবির বগুড়ায় ভ্যানে ট্রাকের ধাক্কা : নিহত বেড়ে ৫

সকল