২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাড়ছে সংক্রমণ, বড় চ্যালেঞ্জ তৈরি করছে করোনার নতুন ধরন

বাড়ছে সংক্রমণ, বড় চ্যালেঞ্জ তৈরি করছে করোনার নতুন ধরন - ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী কোভিড-১৯ এ আক্রান্তের হার আবার বাড়ছে। বেশিরভাগ স্থানেই সংক্রমণ বাড়ছে ওমিক্রন বিএ.৫ ভ্যারিয়েন্টের কারণে। এই ধরনটি আগেরগুলোর তুলনায় অনেক বেশি সংক্রামক।

এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের প্রকাশিত তথ্য দেখাচ্ছে যে নতুন আক্রান্তদের মধ্যে, অর্ধেকের বেশির সংক্রমণের জন্য দায়ী বিএ.৫ ভ্যারিয়েন্ট। এটি, এখনো বিদ্যমান পুরাতন ওমিক্রন ধরনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যেতে চাইছে।

নতুন প্রকরণটি ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। বৃহত্তর-আমেরিকা, ব্রাজিল এবং মেক্সিকো’ সব দেশই এ প্রকরণের সংক্রমণ বাড়ছে। ইউরোপ মহাদেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বাড়ছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও গ্রীসসহ বিভিন্ন দেশে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়ছে যুক্তরাজ্যেও।

এশিয়ায়, অন্য আরো দেশের মতো জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতেও সংক্রমণের হার বাড়ছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

যদিও মানুষ মনে করছে, নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হওয়ার আশঙ্কা কম। তবে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তারা এ নিয়ে শঙ্কিত যে সংক্রমণ যত বাড়বে, তত বেশি মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী লক্ষণ দেখা দেয়ার আশঙ্কা বাড়বে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা প্রতি ৫ জনের মধ্যে একজনের তথাকথিত লং কোভিড লক্ষণ দেখা দিয়েছে। লং কোভিডে আক্রান্তদের ক্লান্তি, শ্বাসকষ্ট, স্মৃতি-স্বল্পতার সমস্যাসহ আরো কিছু সমস্যা দেখা দেয়।


আরো সংবাদ



premium cement
ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ফখরুলের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সকল