২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ার হামলার প্রথম দিনে ইউক্রেনে নিহত ১৩৭

রাশিয়ার হামলার প্রথম দিনে ইউক্রেনে নিহত ১৩৭ - ছবি : সংগৃহীত

ইউক্রেনে স্থল, আকাশ এবং সমুদ্রপথে হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। গতকাল বৃহস্পতিবার এই হামলা শুরু হয়। আক্রমণের প্রথম দিনে ইউক্রেনে নিহত হয়েছেন ১৩৭ জন। যাদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছেন। আহত হয়েছেন আরো ৩১৬ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, রাশিয়ার হামলার মুখে প্রায় এক লাখ ইউক্রেনীয় তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছেন। এ ছাড়া আরো কয়েক হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে রোমানিয়া ও মলদোভাসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

রাশিয়ার এই হামলার পর মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এদিকে ন্যাটো, ইইউ এবং জি৭ নেতারাও এই আক্রমণের নিন্দা করেছেন।

সূত্র : আনাদোলু


আরো সংবাদ



premium cement