ওমানের সাবেক শাসক সুলতান কাবুসের ব্যবহৃত বিশ্বের সবচেয়ে দামী বন্দুক, দাম কত?
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৮
ওমানের সাবেক শাসক সুলতান কাবুসের ব্যবহৃত পুরনো একটি বন্দুকের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বন্দুকের ওপর অঙ্কিত আছে সুলতানের ছবি। প্রচলিত আছে যে, এটিই বিশ্বের সবচেয়ে মূল্যবান বন্দুক।
রাশিয়া টুডের সূত্রে সাবাক নিউজ জানায়, ওমানের শাসক সুলতান কাবুস সাঈদ বিন তাইমুরের বন্দুকটি বিখ্যাত সুইডিশ কোম্পানি ‘ভূ ভাপেন’-এর তৈরি।
কোম্পানিটি বিখ্যাত সব বন্দুক তৈরিতে বিশ্বব্যাপী বেশ খ্যাতি অর্জন করেছে। এই কোম্পানির বন্দুকগুলো সম্পূর্ণ হাতে তৈরি, মেশিনের কোনো দখল নেই। এজন্যই সাধারণ বন্দুকের চেয়ে এই বন্দুকের দাম অনেক বেশি।
সুলতান কাবুসের বন্দুকের বর্তমান আনুমানিক মূল্য নয় লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বন্দুকে সুলতানের ছবি অঙ্কিত হওয়ার কারণে এর দাম আরো বেড়ে গিয়েছে।
‘ভূ ভাপেন’-কোম্পানিটি খুব সীমিত পরিসরে বন্দুকের অর্ডার গ্রহণ করে। তাদের বিশেষ বৈশিষ্ট হলো, একটি অর্ডার সম্পন্ন হলেই কেবল দ্বিতীয় অর্ডার নেয়া হয়।
এই কোম্পানি বিশ্বের বড় বড় নেতাদের বন্দুক তৈরি করেছে। তাদের মধ্যে সুলতান কাবুস, শেখ জায়েদ, শেখ মোহাম্মদ বিন জায়েদ, শেখ মোহাম্মদ বিন রাশিদ, শেখ হামদ বিন মোহাম্মদ বিন রাশিদ উল্লেখযোগ্য।
সূত্র : উর্দু নিউজ