বিশ্বজুড়ে করোনা আক্রান্তের রেকর্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২২, ১০:০০
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের থাবায় বিশ্বজুড়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ সময় শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৩৮০ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৭ লাখ ৫ হাজার ৪৩৫ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৭ লাখ সাড়ে পাঁচ হাজার, যা একদিনে করোনা আক্রান্তের রেকর্ড।
এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছিল। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছিল ২৬ লাখেরও বেশি মানুষ।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩০ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ১১০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৯৬ হাজার ৮০৬ জনে।
আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮২ লাখ ২১ হাজার ১৪৫ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ছয় কোটি চার লাখ ৬৪ হাজার ৪২৬ জন। মোট মৃত্যু হয়েছে আট লাখ ৫৮ হাজার ৩৪৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৭৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৯৩ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২৪ লাখ ৫০ হাজার ২২২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৯ হাজার ৮৭৮ জনের।