২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনায় মৃত ও শনাক্ত বেড়েছে

- ছবি - সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃত ও শনাক্তের সংখ্যা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো আট হাজার মানুষ। শনাক্ত হয়েছেন আরো নয় লাখ মানুষ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৫৩ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন। আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ৪৫ জন।

আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৯৮ জন।

এদিকে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ ১০ হাজার ৯৭৮ জন। মৃত্যু হয়েছে আট লাখ ৩৩ হাজার ২৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৩০৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৮ হাজার ৪৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ২২ হাজার ৯২৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৮ হাজার ১২৮ জনের।


আরো সংবাদ



premium cement

সকল