২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিশুদের করোনার টিকা শুরু করলো কিউবা

শিশুদের করোনার টিকা শুরু করলো কিউবা - ছবি : সংগৃহীত

শিশুদেরও করোনাভাইরাসের টিকা দেয়া শুরু করেছে কিউবা। দুই বছর বা তার ঊর্ধ্বে সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই কর্মসূচী শুরু করলো দেশটি।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিউবা তাদের জনগণকে নিজেদের তৈরি টিকাই দিচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও) কিউবার তৈরি টিকাকে এখনও স্বীকৃতি দেয়নি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৯০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এরই মধ্যে দেশটির প্রায় অর্ধেক মানুষ টিকার একটি ডোজ গ্রহণ করেছে। এ ছাড়া এক তৃতীয়াংশ মানুষ দুটি ডোজই গ্রহণ করেছে।

জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কিউবায় প্রতিদিনই প্রায় সাত হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের হারে এক কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটি শীর্ষ অবস্থানে থাকা দেশগুলোর তালিকায় রয়েছে।

শিশুদের ক্লাসরুমে ফেরানোর জন্য অধীর হয়ে উঠেছে কিউবা। দেশটির বেশিরভাগ বাড়িতেই ইন্টারনেট সংযোগ নেই। গত বছরের মার্চ থেকেই দেশটির সব স্কুল বন্ধ রয়েছে। তবে বেশিরভাগ শিশুই টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান থেকে বিভিন্ন বিষয় শিখছে। পর্যটনখাতও আগের মতো চালু করার জন্য উন্মুখ হয়ে আছে এই দ্বীপ রাষ্ট্র।

বার্তা সংস্থা এপির দেয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে পর্যটনখাত থেকে চার দশমিক এক বিলিয়ন ডলার আয় করেছে কিউবা।

নিজেদের ব্যবহারের জন্য দুটি টিকা তৈরি করতে সক্ষম হয়েছে কিউবা। দুই থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য সোবেরানা-২ টিকা দেয়া হচ্ছে। অপরদিকে প্রাপ্তবয়স্কদের দেয়া হচ্ছে আবদালা নামের অপর একটি টিকা। দুটি টিকাই স্থানীয় ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো অনুমোদন দিয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সকল