বিশ্বব্যাপী বাড়া-কমার মধ্য দিয়েই চলছে করোনা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ আগস্ট ২০২১, ০৯:৫৭
বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডব কখনো বাড়ছে আবার কখনো কমছে। করোনার আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৯ হাজার ৯০০ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১১ হাজার ২৮৯ জন।
বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৯৮ হাজার ৮৬৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৬৩৬ জন।
এর আগে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১০ হাজার ৭৫৫ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ১২ হাজার ৩১ জন।
করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৪০১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৪০৫ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৩০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৪০৩ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৭০ লাখ ৩ হাজার ৯০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৩৯৬৫ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৪৯ জন। মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৪১ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৭ লাখ ১১ হাজার ২৬৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৮৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।