২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শেষ হলো টোকিও অলিম্পিক, পরবর্তী আসর প্যারিসে

শেষ হলো টোকিও অলিম্পিক, পরবর্তী আসর প্যারিসে - ছবি : সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে টোকিও অলিম্পিক আসর। ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে পরবর্তী অলিম্পিকের আসর আয়োজনের বার্তা দিয়ে অলিম্পিক স্টেডিয়ামে ফ্রান্সের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রেসিডেন্ট থমাস বাক আসরের সমাপ্তি ঘোষণা করেন। সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের পর নেভানো হয় অলিম্পিক মশাল।

আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে টোকিও অলিম্পিক আসর। ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে পরবর্তী অলিম্পিকের আসর আয়োজনের বার্তা দিয়ে অলিম্পিক স্টেডিয়ামে ফ্রান্সের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রেসিডেন্ট থমাস বাক আসরের সমাপ্তি ঘোষণা করেন। সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের পর নেভানো হয় অলিম্পিক মশাল।

সমাপনী অনুষ্ঠানের মধ্যে ছিল মঞ্চে ব্যান্ডের পরিবেশনা যেখানে সবাই নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। ফুটবল খেলোয়াড়রাও সমাপনী পর্বে অংশ নেন।

স্টেডিয়ামে ঐতিহ্যবাহী জাপানি নাচের পর ম্যারাথনের পদক দেয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গীত পরিবেশন করেন একজন অপেরা শিল্পী।

এরপর পরবর্তী অলিম্পিকের স্থান প্যারিসকে তুলে ধরা হয়, প্যারিসের আইফেল টাওয়ারের ওপর দিয়ে এক ঝাঁক বিমান উড়ে যায়, হাজার হাজার দর্শক সেখানে উপস্থিত ছিলেন।

অলিম্পিক পতাকা প্যারিসকে তুলে দেয়ার অনুষ্ঠানকে স্বাগত জানাতে টোকিও থেকে ফিরে যাওয়া মেডেল জয়ীসহ হাজার হাজার মানুষ জড়ো হন আইফেল টাওয়ারের সামনে। বিমান থেকে নীল, সাদা আর লাল ধোঁয়া ছড়িয়ে ফ্রান্সের পতাকায় প্যারিসের আকাশকে রঞ্জিত করে ফ্রান্স স্বাগত জানায় পরবর্তী অলিম্পিক আয়োজনকে।

১৯২৪ সালের পর অর্থাৎ ১০০ বছর পর প্যারিস অলিম্পিকের আয়োজন করতে যাচ্ছে।

মহামা্রীর মধ্যে শেষ হচ্ছে এবারকার অলিম্পিক আয়োজন। ২০২১ সালে অনুষ্ঠিত ২০২০ টোকিও অলিম্পিক আসর শেষ হলো অলিম্পিকে অনুষ্ঠিত খেলাগুলোর মতোই দর্শকশুন্য স্টেডিয়ামে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করব : ড. ইউনূস ‘দিনে দাওয়াতি কাজ করতে হবে আর রাতে আল্লাহর সাহায্য চাইতে হবে’ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রাণি ও পরিবেশের জন্য বড় হুমকি নতুন পর্যটন গন্তব্যের সন্ধান করছে সরকার : হাসান আরিফ বানারীপাড়ায় হত্যা ও প্রতারণা মামলায় গ্রেফতার ২ রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম ‘ট্রাম্পের সাথে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’ তাজিকিস্তানকে হারাল বাংলাদেশ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের

সকল