দৈনিক আক্রান্তে শীর্ষে ফের যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ইন্দোনেশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ আগস্ট ২০২১, ১০:১৭, আপডেট: ০৫ আগস্ট ২০২১, ১০:১৮
মহামারী করোনাভাইরাসের শুরুর পর থেকে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে বিভিন্ন দেশের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আবারো বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার দৈনিক আক্রান্তের দিক থেকে শীর্ষ অবস্থানে ছিল দেশটি। একই সময়ের মধ্যে মৃত্যুর দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ইন্দোনেশিয়া।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ২৭৯ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৫৬ জনের।
এ দিকে ইন্দোনেশিয়ায় বুধবার করোনায় মারা গেছেন ১ হাজার ৭৪৭ জন, যা ছিল ওই দিন দৈনিক মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। পাশাপাশি, বুধবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৮৬৭ জন।