২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন সেরা মার্কিন জিমন্যাস্ট

অলিম্পিকস এবং বিশ্ব চ্যাম্পিয়নশীপ মিলিয়ে মোট ৩০টি পদক জেতা সাইমন বিলস একটি ইভেন্টের হিটে খুব একটা ভালো করতে পারেননি। - ছবি : বিবিসি

প্রচণ্ড মানসিক চাপের ফলে আমেরিকান জিমনাস্ট তারকা এবং চারবার অলিম্পিক সোনা বিজয়ী সাইমন বিলস টোকিও অলিম্পিকস থেকে সরে দাঁড়িয়েছেন।

মিজ বাইলস যুক্তরাষ্ট্রের সবচেয়ে খ্যাতনামা জিমনাস্ট। মঙ্গলবার মেয়েদের টিম ফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর তিনি বলছেন, তার মানসিক স্বাস্থ্য পরিচর্যার দিকে তিনি এখন নজর দিতে চান।

মার্কিন অলিম্পিক দলের প্রধান এবং তার সতীর্থ প্রতিযোগীরা তার এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

চব্বিশ বছর বয়সী সাইমন বিলস টোকিওতে ব্যক্তিগত ইভেন্টের সবগুলোতে ফাইনালে পৌঁছেছিলেন।

আজ বৃহস্পতিবার তার অল-অ্যারাউন্ড শিরোপা লড়াইয়ের কথা ছিল।

কিন্তু অলিম্পিক ভল্ট ইভেন্টে তার পয়েন্ট খুবই কমে গিয়েছিল। এরপরই তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এক পর্যায়ে তিনি অলিম্পিক অ্যারেনা থেকে বেরিয়ে গেলেও পরে সতীর্থদের সমর্থন জানানোর জন্য ফিরে আসেন।

টোকিওতে বিলস তার ষষ্ঠ অলিম্পিক মেডাল জয় করেন।

অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন - সব মিলিয়ে তিনি এপর্যন্ত ৩০টি পদক জিতেছেন।

কিন্তু মঙ্গলবারের দুর্বল পারফরমেন্সের পর তিনি বলেন, ‘এরপর আমি আর এগুতে চাইনি। আমার মানসিক স্বাস্থ্যের দিকে এখন নজর দিতে হবে। আমার মনে হচ্ছে এ মুহূর্তে ক্রীড়া জগতের ওপর মানসিক চাপ অনেক বেশি।’

‘আমাদের দেহ এবং মন - দুটোকেই ভালো রাখতে হবে। সারা দুনিয়া যেটা চায় শুধু তার দিকে নজর দিলেই হবে না। আমরা শুধু অ্যাথলেট না, আমরা একইসাথে মানুষ।’

বিলসের এই সিদ্ধান্তের পর ২০১৬ সালের হকি স্বর্ণ পদক বিজয়ী স্যাম কুয়েক বলেন, ‘টোকিওর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর জন্য সারা দুনিয়া যখন তাকে দোষারোপ করছে তখন বুঝতে হবে যে সারা বিশ্বের চোখ যখন আমাদের ওপর থাকে, যে ধরনের চাপের মধ্যে আমরা থাকি, তার ফল ভালো হয় না।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল