২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনার হানা গেমস ভিলেজে

করোনার হানা গেমস ভিলেজে - ছবি : হিন্দুস্তান টাইমস

অলিম্পিক্স শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত বসতে চলেছে এবারের অলিম্পিক্সের আসর। এর মধ্যেই দুঃসংবাদ। অলিম্পিক্স ভিলেজে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল।

মাস তাকায়া, অলিম্পিক আয়োজক সংস্থার মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, ‘ভিলেজে একজন রয়েছে (করোনা আক্রান্ত)। এটাই ভিলেজে স্ক্রিন টেস্ট করার সময় ধরা পড়া প্রথম করোনা পজিটিভ কেস।’ যদিও এখনো করোনা আক্রান্ত ব্যক্তির নাম, পরিচয় বা তিনি কোন দলের সঙ্গে যুক্ত, ওইসব বিষয়ে কিছুই জানানো হয়নি।

গত বছরই অলিম্পিক্স আয়োজনের কথা ছিল। তবে একাধিক বড় টুর্নামেন্টের মতো করোনা আবহে মেগা টুর্নামেন্টেও পিছিয়ে যায়। তবে খুব একটা লাভের লাভ কিছুই হয়নি। ইউরোপে করোনার প্রভাব কমলেও এশিয়ার বেশিরভাগ জায়গায় এখনো করোনার বাড়বাড়ন্ত অব্যাহত।

জাপানেও করোনার পরিস্থিতিও খুব ভালো নয়। স্থানীয়রা এই অবস্থায় টুর্নামেন্ট আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বহু আলাপ আলোচনার পর দর্শকশূন্য অবস্থাতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে শুরু হওয়ার আগে ইতিমধ্যেই ভিলেজের মধ্যে করোনার উপস্থিতি আয়োজকদের কপালে যে চিন্তার ভাঁজ ফেলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement