২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ছাড়াল - ছবি- সংগৃহীত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। আর এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১৮ কোটি ৫১ লাখ ২০ হাজার ৭৬৪ জন।

মঙ্গলবার আন্তর্জাতিক সময় (জিএমটি) ১৫টা ৩৯ মিনিটে সবশেষ আপডেট করা ওয়ার্ল্ডোমিটারের তথ্যে এমনটাই জানা গেছে। বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন তৈরির সময় দেখা যায়, করোনায় আক্রান্ত ২২২টি দেশ ও অঞ্চলে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে ৪০ লাখ তিন হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৬০ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ১৬ লাখ ৯৪ হাজার ৭১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ ভাগ, মারা যাওয়ার হার ২ ভাগ।

বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৭৭ হাজার ৭৪০ জন। বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে তিন কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৩১৯ জন, মারা গেছে ছয় লাখ ২১ হাজার ৩৪৯ জন।

বিশ্বে করোনায় সর্বাধিক আক্রান্তের শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ছয় লাখ ৪৬ হাজার ৫৫২ জন। দেশটিতে করোনায় মারা গেছে চার লাখ তিন হাজার ৭০০ জন।

ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৫১১ জন, মারা গেছে পাঁচ লাখ ২৫ হাজার ২২৯ জন।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯তম। মঙ্গলবার পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এই অবস্থানে উঠে এসেছে। আর পাকিস্তান একধাপে নিচে নেমে এখন ৩০তম অবস্থানে রয়েছে। পাকিস্তানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে নয় লাখ ৬৪ হাজার ৪৯০ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার


আরো সংবাদ



premium cement