২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ২৫ হাজার ছাড়াল

-

করোনাভাইরাস মহামারীতে বিশ্বে মৃতের সংখ্যা ৩৯ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ কোটি ১১ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আট হাজার ৭২৮ জন ও আক্রান্ত হয়েছেন চার লাখ আট হাজার ৭৬৫ জন।

বিশ্বে এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৯ লাখ ২৫ হাজার ১৯১ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৮ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬৭২ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৯ হাজার ৫১২ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে তিন কোটি এক লাখ ৮২ হাজার ৪৬৯ জন, মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৪ হাজার ৫২৪ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮৩ লাখ ২২ হাজার ৭৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৭২ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে করোনায় এ পর্যন্ত ৫৭ লাখ ৬৬৬ হাজার ৩১৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে এক লাখ ১০ হাজার ৯৩৯ জন।

আক্রান্তের হিসাবে শীর্ষ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৯ হাজার ৮৮ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ৩২ হাজার ৬৪ জন।

এ দিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইতালি নবম ও কলম্বিয়া ১০ম স্থানে রয়েছে। অপর দিকে আক্রান্তের তালিকায় ১৫তম স্থানে থাকা মেক্সিকো মৃত্যুর পরিসংখ্যানে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে দুই লাখ ৩২ হাজার ৩৪৬ জন, মোট আক্রান্ত সংখ্যা ২৪ লাখ ৯৮ হাজার ৩৫৭ জন।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম। আর ২৯তম স্থানে রয়েছে পাকিস্তান।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার


আরো সংবাদ



premium cement