সিরামের টিকা দেয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে: দোরাইস্বামী
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুন ২০২১, ২২:৫৮
সিরামের করোনার টিকা দেয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের এ কথা জানান।
টিকার উৎপাদন বাড়লে এ বিষয়ে অগ্রগতি জানা যাবে জানিয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হয়েছে। আমরা করোনা ভ্যাকসিন উৎপাদন বাড়াচ্ছি। ভারতের করোনা পরিস্থিতি এখনো বিপজ্জনক পর্যায়ে। তাই বাংলাদেশকে ভ্যাকসিন দেয়ার বিষয়ে নির্দিষ্ট সময় বলতে পারছি না।’
সিরাম ইনস্টিটিউটের টিকার আপডেট বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা টিকা উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি, যার জন্য আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। সে সময়েই এ বিষয়ে বিবেচনা করা ভালো। এ বিষয়ে বাংলাদেশের সাথে এখনো আলোচনা চলছে।’
বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে যুবলীগ এক অদ্বিতীয় স্থান দখল করে আছে। যুবলীগের প্রতিষ্ঠাতা নিজেও একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাযুদ্ধের নায়ক। তারা বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের মূল্যবোধ রক্ষা করে কাজ করে যাচ্ছে। তাদের অফিস পরিদর্শনের জন্য আগেই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারীর জন্য উপস্থিত হতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে। যার উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং ভারতের যুবকদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা। যুবলীগের সাহায্যে তরুণদের দোরগোড়ায় পৌঁছা এবং ভারত ও বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ, ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।’
এ সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবনেতা মামুনুর রশীদ, মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), খালেক শওকত আলী, সুব্রত পাল, শেখ ফজলে নাঈম, কাজী মাজহারুল ইসলাম ও সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ৩টায় ভারতীয় হাইকমিশনার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসেন। এরপর তিনি যুবলীগের কার্যালয় ঘুরে দেখেন।