২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে করোনায় আরো ১৫ হাজার মানুষের মৃত্যু

বিশ্বে করোনায় আরো ১৫ হাজার মানুষের মৃত্যু - ছবি- সংগৃহীত

বিশ্বব্যাপী করোনার ছোবলে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। করোনা বা কোভিড মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা ৩১ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ কোটি ১১ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারে শুক্রবার সকাল পর্যন্ত প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৫ হাজার ১৪২ জন। এ সময় নতুন করে আট লাখ ৯২ হাজার ৭৬৩ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩১ লাখ ৭৯ হাজার ৩১৮ জনের। আর মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৫ কোটি ১১ লাখ ২৭ হাজার ২০৮ জন।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৯ হাজার ২০৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে সংক্রমিত হয়েছে এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন। এর মধ্যে মারা গেছে দুই লাখ আট হাজার ৩১৩ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এ পর্যন্ত করোনায় এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন সংক্রমিত ও চার লাখ এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ৯২ হাজার ৩৯০ জন। মৃত্যু হয়েছে এক লাখ চার হাজার ২২৪ জন।

আক্রান্তের শীর্ষ তালিকার পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৪৭ লাখ ৯৬ হাজার ৫৫৭ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ নয় হাজার ৭৩১ জন।

মৃত্যুর হিসাবে শীর্ষ পাঁচ দেশের মধ্যে তৃতীয় মেক্সিকো ও পঞ্চম ব্রিটেন। এর মধ্যে মেক্সিকোতে মৃত্যু দুই লাখ ১৬ হাজার ৪৪৭ জনের। দেশটিতে আক্রান্ত সংখ্যা ২৩ লাখ ৪০ হাজার ৯৪৩ জন। আক্রান্তদের মধ্যে সর্বাধিক মৃত্যুর হারে মেক্সিকো সবার ওপরে রয়েছে। আর ব্রিটেনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ৫০২ জনের। দেশটিতে আক্রান্ত সংখ্যা ৪৪ লাখ ১৪ হাজার ২৪২ জনে পৌঁছেছে।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার


আরো সংবাদ



premium cement