২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনা সংক্রমণ ও মৃত্যুতে সবচেয়ে বিপর্যস্ত যে ৫ দেশ

করোনা সংক্রমণ ও মৃত্যুতে সবচেয়ে বিপর্যস্ত যে ৫ দেশ - ছবি- সংগৃহীত

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র বরাবরই সর্বাধিক সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানে বিশ্বে সবার ওপরে রয়েছে। এরপরের ধাপগুলোতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। কিছু দিন আগে সর্বাধিক সংক্রমণে বিশ্বে শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। কয়েক দিন হলো ব্রাজিলকে পেছনে ফেলে সেই স্থানে উঠে এসেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারত। দেশটি মৃত্যুর পরিসংখ্যানেও এত দিন কিছুটা পেছনে ছিল। তবে সর্বাধিক মৃত্যেুও ভারত লাফিয়ে লাফিয়ে শীর্ষ তালিকার ওপরের দিকে উঠে আসছে। বর্তমানে বিশ্বে মৃত্যুর পরিসংখ্যানে তালিকার চতুর্থ স্থানে থাকলেও যেভাবে ভারতে মৃত্যু বাড়ছে এতে আরো এক ধাপ ওপরে উঠে আশার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

মঙ্গলবার আন্তর্জাতিক মান সময় (জিএমটি) ৫টা ৫৮ মিনিটে ওয়ার্ল্ডোমিটারে বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, করোনাভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৪ কোটি ২৭ লাখ ২৪ হাজার মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ফ্রান্স ও রাশিয়া- এই পাঁচ দেশেই আক্রান্ত সংখ্যা সাড়ে ছয় কোটি প্রায়। আর যুক্তরাষ্ট্রেই আক্রান্ত সোয়া তিন কোটি। অন্য দেশগুলোর মধ্যে ভারতে দেড় কোটি ছাড়িয়ে গেছে। ব্রাজিলে এক কোটি ৪০ লাখ প্রায়। অপর দু’টি দেশ মিলে এক কোটির কাছাকাছি।

করোনা মহামারীতে বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪৩ হাাজর ৫৯৫ জন। এর মধ্যে সর্বাধিক মৃত্যু তালিকার শীর্ষ পাঁচ দেশেই এই সংখ্যা ১৪ লাখ ৭৫ হাজারেরও বেশি। শীর্ষ তালিকার এই পাঁচ দেশ হচ্ছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, ভারত ও ব্রিটেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮১ হাজার ৫৪২ জন, ব্রাজিলে তিন লাখ ৭৫ হাজরের বেশি, মেক্সিকোতে দুই লাখ সাড়ে ১২ হাজার প্রায়, ভারতে এক লাখ ৮০ হাজর ৫৫০ জন ও ব্রিটেনে এক লাখ ২৭ হাজার ২৭৪ জন।

এ ছাড়াও করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে ফ্রান্স, রাশিয়া ও ইতালিতে।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার


আরো সংবাদ



premium cement
টেকনাফে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা

সকল