আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ এপ্রিল ২০২১, ১১:৫৩, আপডেট: ১৮ এপ্রিল ২০২১, ১৪:৫৫
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি কয়েকদিনের মধ্যে মারা যেতে পারেন। এমন আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
নাভালনির রক্ত পরীক্ষায় দেখা গেছে, যেকোনো মুহূর্তে তার কার্ডিয়াক অ্যারেস্ট কিংবা কিডনি অকার্যকর হয়ে যেতে পারে।
নাভালনি বর্তমানে রাশিয়ায় কারাগারে আছেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য সঠিক চিকিৎসার দাবিতে কারাগারে গত ৩১ মার্চ থেকে অনশন করছেন তিনি।
তার ব্যক্তিগত চিকিৎসকসহ চারজন ফিজিশিয়ান কারাগার কর্তৃপক্ষকে চিঠিতে জানিয়েছেন, এখনই নাভালনির স্বাস্থ্যের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। চিঠিতে নাভালনির ব্যক্তিগত চিকিৎসক আনাস্তাসিয়া বাসিলিয়েভা বলেছেন, তার শরীরে পটাশিয়ামের মাত্রা ঝুঁকিপূর্ণ মাত্রায় চলে গেছে।
গত বছরের আগস্টে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়, তখন চিকিৎসার জন্য তাকে নেয়া হয়েছিল জার্মানিতে। সেখানে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরই গ্রেফতার হন তিনি। ২০১৪ সালে জালিয়াতির মামলায় হওয়া সাজা স্থগিতের শর্ত লঙ্ঘনের জন্য তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় মস্কোর একটি আদালত।