বেশি বিপজ্জনক নয় নতুন করোনা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২০, ১১:৪১, আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০, ১১:৪৪
খুব দ্রুত সংক্রমণ ছড়ায় করোনার এমন একটি নতুন ধরন এসেছে ব্রিটেনে৷ ভাইরোলজিস্টরা বলছেন, এতে আতঙ্কের কিছু নেই, আগে যে টিকা আবিষ্কার করা হয়েছে তা নতুন এই স্ট্রেইনের বিরুদ্ধেও কাজ করবে৷
ব্রিটেনের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের একটা অংশে এমন এক করোনা ভাইরাস এসেছে যার সংক্রমণ-হার আগের কোভিড-১৯-এর চেয়ে অন্তত ৭০ ভাগ বেশি৷ করোনার নতুন এ ভ্যারিয়েন্ট বা ধরন আরো বিপজ্জনক আখ্যা দিয়ে লকডাউন আরো কঠোর করার সিদ্ধান্তও নিয়েছে সে দেশের কর্তৃপক্ষ৷
তবে ভাইরোলজিস্টরা মনে করছেন, নতুন এ করোনা দ্রত সংক্রামক হতে পারে, তার মানে এই নয় যে ভাইরাসটি বেশি বিপজ্জনকও হবে৷
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে ছয় মাস আগেও নতুন ধরনের সংক্রমণ লক্ষ্য করা গেছে৷ তারপর গত গ্রীষ্মে স্পেন থেকে শুরু হয়ে ইউরোপের প্রায় অর্ধেক এলাকা জুড়ে দেখা গেছে নতুন ধরনের করোনার বিস্তার৷ ওই ধরনটির সংক্রমণ-হার বেশি ছিল, তবে বেশি বিপজ্জনক ছিল না৷
ব্রিটেনের নতুন ভাইরাসটি সম্পর্কে বার্লিনের চারিটে হাসপাতালের ভাইরোলজিস্ট ক্রিস্টিয়ান ড্রোস্টেন বলেন, এটা অনেক আগেই ইউরোপে এসেছে৷ এই ভাইরাস ইংল্যান্ডে আছে গত সেপ্টেম্বর থেকে৷ তার মতে, জার্মানিতেও সংক্রমণ ছড়ানো শুরু করতে পারে এই ভাইরাস, ‘এটা যে ইতিমধ্যে ইটালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ডেনমার্কে এসেছে৷ তাই যদি হবে, তাহলে এখন জার্মানিতে আসবে না কেন?’ সূত্র : ডয়চে ভেলে