২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মডার্নার টিকা অনুমোদনে তোড়জোড় যুক্তরাষ্ট্রে

মডার্নার টিকা অনুমোদনে তোড়জোড় যুক্তরাষ্ট্রে - ছবি : সংগৃহীত

ফাইজারের পর এবার করোনার আরেকটি ভ্যাকসিন মডার্না অনুমোদন পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। বিশেষভাবে ছাড়পত্র পেতে মার্কিন বিশেষজ্ঞ প্যানেল এ সুপারিশ করেছে। বিশেষজ্ঞদের সুপারিশের ফলে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) শিগগির টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিতে পারে।

ফাইজার উৎপাদিত করোনার মতোই এ টিকাটি জরুরি ব্যবহারের জন্য এফডিএ তাদের পরবর্তী সভাতে অনুমোদনের পাওয়ার কথা রয়েছে। মডার্না ভ্যাকসিনটিও ফাইজার টিকার মতো দুই ডোজ গ্রহণ করতে হবে। জরুরি অনুমোদনের পর দ্রুত জনগণের কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এ টিকা গ্রহণের জন্য নাগরিকদের নিজের কোনো অর্থ ব্যয় করতে হবে না। করোনার টিকার সব ব্যয় ফেডারেল সরকার বহন করবে বলে জানা গেছে।

করোনাভাইরাস রোধে মডার্নার টিকা ৯৪ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মডার্না এবং এনআইএডি যৌথভাবে এ ভ্যাকসিন উৎপাদনের জন্য মার্কিন সরকারের আড়াই বিলিয়ন ডলারের তহবিল সহযোগিতা পেয়েছিল। মার্কিন সরকার মডার্না ভ্যাকসিনের ২০০ মিলিয়ন ডোজ আগাম কিনে ফেলেছে। আরো ৩ কোটি ডোজ কেনার কথা রয়েছে মার্কিন ফেডারেল সরকারের।

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে প্রবল তুষারপাত। কনকনে ঠাণ্ডায় অতিমাত্রায় বাড়ছে করোনার প্রকোপ। সে সঙ্গে দেখা দিয়েছে শীতজনিত নানা রোগের প্রকোপ। এ অবস্থায় মডার্নার ভ্যাকসিন জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অনুমোদনে তোড়জোড় শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মডার্নার টিকা ফাইজারের টিকা থেকে অন্তত দুটি ক্ষেত্রে সুবিধা দেবে। মডার্নার টিকা সংরক্ষণ বা সরবরাহের জন্য চরম শীতল অবস্থা বজায় রাখতে হয় না। যার কারণে টিকা প্রয়োগে অনেকটা সুবিধা হবে মনে করছেন চিকিৎসকরা।

ফাইজারের টিকার মতো মডার্নার টিকা নেয়ার পর মৃদু পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানানো হয়েছে। মারাত্মক অ্যালার্জি আছে এবং বিশেষ শারীরিক অবস্থায় চিকিৎসকরা টিকা দেওয়ার আগে বিবেচনা করে পরামর্শ দিচ্ছেন।


আরো সংবাদ



premium cement

সকল