২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হোয়াইট হাউসে যত পোষা প্রাণী

হোয়াইট হাউসে যত পোষা প্রাণী - সংগৃহীত

কুকুর, বিড়াল, ঘোড়া, এমনকি রেকুনও পোষা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসে। তাদের কারো কারো ছবি শোভা পেয়েছে বিশ্ববিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে, কারো ভিডিও দেখেছেন হাজার হাজার মানুষ।

কুকুর এবং বিড়ালে মিল তাদের
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগেই পোষা কুকুরের কারণে খবরে এসেছেন জো বাইডেন। জার্মান শেফার্ড কুকুর মেজরকে নিয়ে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। চোট পেলেও বাইডেন থামছেন না। হোয়াইট হাউসে মেজর তো থাকছেই, সঙ্গে একটা বিড়াল পোষার কথাও ভাবছেন তিনি। হোয়াইট হাউসে বিড়াল বহুবার পোষা হয়েছে। প্রথম পুষেছিলেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট রাদারফোর্ড হায়েস।

বইপাগল’ বো
হোয়াইট হাউসের একশ বছরেরও বেশি সময়ের নিয়ম ভেঙে বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার আমলে কোনো প্রাণী পোষেননি। তার আগে হোয়াইট হাউসে সর্বশেষ পোষাপ্রাণী ছিল বারাক ওবামার আমলে। বো আর সানি নামের দুটি কুকুর পুষতেন ওবামা। বো ছোটদের বইয়ের দিকে তাকিয়ে আছে- এমন ছবি পত্রিকাতেও ছাপা হয়েছে। বো-র ছোট বোন সানিও খুব প্রিয় হয়ে উঠেছিল ওবামা ভক্তদের কাছে।

তারকা বিড়াল
বিল ক্লিন্টনের ছিল একটা বিড়াল আর একটা কুকুর। বিড়ালের নাম ছিল সক্স আর ল্যাবরাডোর টেরিয়ার কুকুরটির নাম ছিল বাডি। সক্স নাকি ওভাল অফিসে কাজ করার সময়ও ক্লিন্টনের কাঁধে বসে থাকতো। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক একবার একটা ডাকটিকিট ছেপেছিল ক্লিন্টনকে নিয়ে। সেই ডাকটিকিটে প্রেসিডেন্টের সঙ্গে তার প্রিয় বিড়ালটিও ছিল!

তারকা কুকুর
জর্জ ডাব্লিুউ বুশের ছিল তিনটি কুকুর আর একটি বিড়াল। বার্নি আর বিজলে নামের স্কটিশ টেরিয়ার কুকুর দুটো এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে তাদের নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করতো হোয়াইট হাউস কর্তৃপক্ষ।

কুকুর নিয়ে গুজব
১৯৪৪ সালে খবর ছড়িয়ে পড়ল তখনকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নাকি আলেউটিয়ান দ্বীপ থেকে ফেরার সময় ভুল করে প্রিয় কুকুর ফালা-কে ফেলে চলে এসেছেন। পরে নাকি নৌবাহিনীর বিশেষ জাহাজ পাঠিয়ে কুকুর আনিয়ে জনগণের টাকা অপচয় করেছেন। ঘটনার সত্যতা অস্বীকার করে রাজনৈতিক প্রতিপক্ষদের রুজভেল্ট বলেছিলেন, ‘আমার কুকুরটিকে অন্তত রেহাই দিন!’

সুপারস্টার ঘোড়া
জন এফ কেনেডির আমলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ঘোড়া মার্কোনি। খুব ফটোজেনিক ছিল মার্কোনি। কেনেডির মেয়ে ক্যারোলিন আর মার্কোনির ছবি ছাপা হতো বিভিন্ন পত্রিকায়। লাইফ ম্যাগাজিনের প্রচ্ছদও হয়েছিল ক্যারোলিন আর মার্কোনির ছবি নিয়ে। সেই ছবি দেখেই নাকি ‘সুইট ক্যারোলিন’ গানটি গেয়েছিলেন নিল ডায়মন্ড।

হোয়াইট হাউসে রেকুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজকে এক সমর্থক একটা রেকুন উপহার দিয়ে বলেছিলেন, ‘এটা দিয়ে থ্যাঙ্কসগিভিং ডে-র আহার সেরে নিতে পারেন। দারুণ হবে!’ পশুপ্রেমী প্রেসিডেন্ট তা করেননি। রেকুনটি তিনি হোয়াইট হাউসে পুষেছিলেন। তার নাম দিয়েছিলেন রেবেকা।
সূত্র: ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল