২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নকল প্রসাধনী তৈরীর অভিযোগে দু’জনের কারাদণ্ড

নকল প্রসাধনী তৈরীর অভিযোগে দু’জনের কারাদণ্ড - ছবি : সংগৃহীত

রাজধানীর মুগদা থানা এলাকায় নকল প্রসাধনী সামগ্রী তৈরীর অভিযোগে দু’জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ডিএমপির ভ্রাম্যমান আদালত।

কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে- মহিউদ্দিন (৩২) ও মো: নাজিম (২৬)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার রাতে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো: সাইদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন করার জন্য মহিউদ্দিন’কে এক বছর ছয় মাস ও মো: নাজিমকে তিনমাস সশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। একই সাথে ঘটনাস্থল হতে নকল প্রসাধনী সামগ্রী ও প্রসাধনী তৈরির মেশিনসহ বিভিন্ন প্রকার সরঞ্জাম জব্দ করা হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement