১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ইফার গণশিক্ষার শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করুন : রফিকুল ইসলাম খান

ইফার গণশিক্ষার শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করুন : রফিকুল ইসলাম খান - সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

শৃক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত ৭৬ হাজার ইমাম ও মুয়াজ্জিনের বেতন-ভাতা বিগত ৪ মাস যাবত দেয়া হচ্ছে না। নানা অনিয়ম-দুর্নীতির কারণে বিগত মহাপরিচালক অপসারণের পর ফাউন্ডেশনের কোনো বোর্ড সভা ডাকা হয়নি। ফলে চলতি অর্থবছরে কোনো বাজেটও অনুমোদন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের ফলে মসজিদগুলো থেকেও তারা নিয়মিত মাসিক সম্মানী পাচ্ছেন না। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন থেকে তাদেরকে মাসিক যে ৪ হাজার ৫০০ টাকা করে বেতন প্রদান করা হয় তা নিতান্তই কম এবং এ পরিমাণ অর্থ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর।

একদিকে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেয়া অর্থ বন্ধ অপরদিকে মসজিদগুলো থেকেও নিয়মিত মাসিক সম্মানী না পাওয়ায় এ সকল ইমাম ও মুয়াজ্জিনগণ অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন।
দেশের এহেন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে জরুরি ভিত্তিতে এ সকল ইমাম-মুয়াজ্জিনের বকেয়াসহ নিয়মিত বেতন-ভাতা পরিশোধের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই জামায়াতের উদ্দেশ্য : রফিকুল ইসলাম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও : মুশফিকুল ফজল আনসারী শ্রীলঙ্কাকে চতুর্থবার হোয়াইটওয়াশের মিশন নিউজিল্যান্ডের কুষ্টিয়ায় টংঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করল বিজিবি খুলনার প্রথম হার, জয়ের ধারায় ফিরল রাজশাহী গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় পেসার বরুন ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচার হাসিনার বিচার দেখতে চায় জনগণ : সারজিস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : উপদেষ্টা

সকল