১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ইফার গণশিক্ষার শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করুন : রফিকুল ইসলাম খান

ইফার গণশিক্ষার শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করুন : রফিকুল ইসলাম খান - সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

শৃক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত ৭৬ হাজার ইমাম ও মুয়াজ্জিনের বেতন-ভাতা বিগত ৪ মাস যাবত দেয়া হচ্ছে না। নানা অনিয়ম-দুর্নীতির কারণে বিগত মহাপরিচালক অপসারণের পর ফাউন্ডেশনের কোনো বোর্ড সভা ডাকা হয়নি। ফলে চলতি অর্থবছরে কোনো বাজেটও অনুমোদন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের ফলে মসজিদগুলো থেকেও তারা নিয়মিত মাসিক সম্মানী পাচ্ছেন না। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন থেকে তাদেরকে মাসিক যে ৪ হাজার ৫০০ টাকা করে বেতন প্রদান করা হয় তা নিতান্তই কম এবং এ পরিমাণ অর্থ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর।

একদিকে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেয়া অর্থ বন্ধ অপরদিকে মসজিদগুলো থেকেও নিয়মিত মাসিক সম্মানী না পাওয়ায় এ সকল ইমাম ও মুয়াজ্জিনগণ অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন।
দেশের এহেন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে জরুরি ভিত্তিতে এ সকল ইমাম-মুয়াজ্জিনের বকেয়াসহ নিয়মিত বেতন-ভাতা পরিশোধের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে বিষপ্রয়োগে শহীদ করা হয়েছে : শামীম সাঈদী সব ধর্মের মানুষ এক হয়ে দেশকে গড়ে তুলতে পারে : আদিলুর রহমান বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত নেতানিয়াহুকে বাঁচাতে আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিল পাস কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল : হার্মিসন মোংলা বন্দরে ভিড়ল ১৪২.৭০ মিটারের জাহাজ পুতিনের সাথে বৈঠকের আয়োজন করা হচ্ছে : ট্রাম্প দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি-বিএসএফ মুখোমুখি প্রথম জয়ের জন্য ঢাকার পুঁজি ১৯৩ ফিলিপাইন সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ভূ-রাজনীতির গতি-প্রকৃতি ও মুসলিম বিশ্ব

সকল