প্রধানমন্ত্রীর কাছে ১০০ কোটি টাকার অনুদান চেয়ে ঢাকা আইনজীবী সমিতির অবেদন
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ এপ্রিল ২০২০, ১৭:১০, আপডেট: ১৫ এপ্রিল ২০২০, ১৭:৩৯
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন আদালতের কার্যক্রম বন্ধ থাকায় আইনজীবীদের জন্য প্রধানমন্ত্রীর কাছে একশত কোটি টাকার অনুদানের জন্য আবেদন করেছে ঢাকা আইনজীবী সমিতি। আজ বুধবার ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান (হাসান) স্বাক্ষরিত একটি আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারী এ্যাডভোকেট এইচ এম মাসুম।
এ্যাডভোকেট এইচ এম মাসুম বলেন, ঢাকা আইনজীবী সমিতি বিশ্বের সর্ববৃহৎ আইনজীবী সমিতি। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় অধিকাংশ আইনজীবী পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। যার কারণে প্রধানমন্ত্রী বরাবর একশত কোটি টাকার অনুদান চেয়ে আবেদন করেছে ঢাকা আইনজীবী সমিতি। এছাড়াও আইনজীবী সমিতি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর দুই কোটি টাকার অনুদান চেয়ে আবেদন করা হয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান (হাসান) বলেন, বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২৫ হাজার। করোনাভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। আদালতের কার্যক্রম বন্ধ থাকায় আইনজীবীরা পরিবার পরিজন নিয়ে খুবই সংকটে পড়েছে। ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা সরকারের আয়ের অন্যতম উৎস কোর্টফিস ক্রয় বিক্রয় ও রেজিস্ট্রেশনখাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। তাই এ সংকটকালীন মুহূর্তে আইনজীবীদের সাময়িক কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা একশত কোটি টাকার অনুদান চেয়ে আবেদন করেছি। এ অনুদানটা পেলে আইনজীবীদের সাময়িক কষ্ট কিছুটা লাঘব হবে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা