উহান ফেরত ৮ জনের স্বাস্থ্য পরীক্ষার নমুনা সংগ্রহ
- নিজস্ব প্রতিবেদক
- ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৮
চীনের উহান থেকে ফেরত আসা ৩১২ যাত্রীর মধ্যে আটজনের স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে মেডিক্যাল বোর্ড। শনিবার দুপুরে বিমানের বিশেষ একটি ফ্লাইটে উহান থেকে দেশে ফিরেছেন তারা। বিমান থেকেই নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সব যাত্রীকে আশকোনার হজ ক্যাম্পে স্থাপিত কোয়ারেন্টামে নিয়ে যাওয়া হয়। তবে উহান থেকে ফেরত যাত্রীদের মধ্যে আটজনের জ্বর থাকায় তাদেরকে বিকেলেই কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আলাদা একটি কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। আজ রোববার সকালে জ্বর নিয়ে আসা এই আটজনের করোনা ভাইরাসের সনাক্তের জন্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।
হজ ক্যাম্পের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান মহাখালীর আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি আরো জানান, চীন থেকে ফেরা সবাই সুস্থ আছেন। তবে গতকাল যারা জ্বর নিয়ে দেশে ফিরেছেন, তাদের জ্বরও সেরে গেছে।