১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অক্সফোর্ড অভিধানে বছরের সেরা শব্দ ‘ক্লাইমেট ইমার্জেন্সি’

অক্সফোর্ড অভিধানে বছরের সেরা শব্দ ‘ক্লাইমেট ইমার্জেন্সি’ - ছবি : সংগৃহীত

অক্সফোর্ড অভিধানের সম্পাদকমণ্ডলী ২০১৯ সালের জন্য সেরা শব্দ হিসেবে বেছে নিয়েছেন ‘ক্লাইমেন্ট ইমার্জেন্সি’। বাংলায় যাকে বলা যায় জলাবায়ুর জরুরি অবস্থা। অক্সফোর্ড কর্পসের মতে, কয়েক কোটি লিখিত ইংরেজি শব্দের ভাণ্ডারে ‘ক্লাইমেট ইমার্জেন্সি’র ব্যবহার ২০১৯ সালে এসে ব্যাপক বৃদ্ধি পায়, বিশেষ করে গত সেপ্টেম্বরে তা আগের তুলনায় একশ গুণেরও বেশি ব্যবহৃত হয়েছে।

অক্সফোর্ডে ‘ক্লাইমেন্ট ইমার্জেন্সি’ শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে, এটি এমন পরিস্থিতি যাতে জলবায়ু পরিবর্তন হ্রাস বা বন্ধে এবং পরিবর্তনের ফলে সম্ভাব্য পরিবেশের ক্ষতি এড়াতে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।

২০১৯ সালে ক্লাইমেট বা জলবায়ু শব্দটির সাথে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটি হলো ইমার্জেন্সি বা জরুরি অবস্থা। হেলথ ইমার্জেন্সির চেয়েও ২০১৯ সালে ক্লাইমেট ইমার্জেন্সি দ্বিগুণ বেশি ব্যবহৃত হয়েছে।

প্রসঙ্গত, অক্সফোর্ড অভিধান ২০০৪ সাল থেকে প্রতিবছর এমন একটি শব্দ বা অভিব্যক্তি নির্বাচন করে আসছে যা গত ১২ মাসে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। শব্দটি ব্যবহারের পরিমাণ ও সাংস্কৃতিক প্রভাবের অন্যান্য সূচকের ভিত্তিতে বিজয়ী শব্দ নির্বাচন করা হয়।

২০১৭ সালের সেরা শব্দ ছিল ‘ইয়ুথকোয়েক’ বা ‘যুবকম্প’। সহস্রাব্দের প্রজন্ম ওই বছর রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে যে পরিবর্তনের ধারা সূচনা করে সেটাই শব্দটির সেরা হওয়ার সিদ্ধান্তের কারণ। এর আগে ২০১৮ সালে সেরা শব্দ ছিল ‘টক্সিক’।


আরো সংবাদ



premium cement
দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ দক্ষিণ চীন সাগর নিয়ে শি’র কাছে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই খুলনার দুঃখ বিল ডাকাতিয়া ২৩ দিন পর কাজে ফিরলেন গাজীপুরের টিএনজেড কারখানার শ্রমিকরা ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছে ম্যান-ই : ফিলিপাইন মারাত্মক সঙ্কটে আয়ারল্যান্ডের অর্থনীতি সৈয়দপুরে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বিমান ওঠানামা বিলম্ব প্রতিটি সমস্যারই সমাধান আছে, যদি ধৈর্য-সাহস-অধ্যবসায় থাকে : ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি কতটুকু?

সকল