১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ভয়ঙ্কর টেলিফোন নম্বর, ব্যবহার করলেই মৃত্যু!

ভয়ঙ্কর টেলিফোন নম্বর, ব্যবহার করলেই মৃত্যু! - সংগৃহীত

আপনি কি পয়া-অপয়া মানেন? সব জিনিসেই সেটি আছে বলে অনেকে বিশ্বাস করে। যেমন কোনো নম্বর। তা যা কিছুরই হতে পারে। যেমন ১৩ নম্বরটি। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, অনেকে মনে করে এই নম্বরটি অপয়া। এই তারিখে তারা গুরুত্বপূর্ণ কোনো কাজ রাখে না। এমন অনেক হোটেল রয়েছে যেখানে ১৩ নম্বরের কোনো ফ্লোর এমনকি কোনো রুমই নেই। কারণ ১৩ যে ‘অপয়া’। ঠিক একই রকমভাবে একটি ফোন নম্বরকেও ‘অপয়া’ তকমা দিয়ে কখনো ব্যবহার করা হয় না। কারণ, শোনা যায় এই বিশেষ নম্বরটি যারাই ব্যবহার করেছেন তাদেরই নাকি আকস্মিক মৃত্যু হয়েছে। নম্বরটি হলো ০৮৮৮ ৮৮৮ ৮৮৮. একসময় এটি বুলগেরিয়ার একটি ফোন নম্বর ছিল।

প্রথম এই নম্বরটি ব্যবহার করতেন মোবিটেল সংস্থার সিইও ভ্লাদিমির গ্রাসনভ। ২০০১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শোনা যায়, তার কোনো ব্যবসায়িক শত্রু রেডিওঅ্যাকটিভ পয়জনিং করে মেরে ফেলেছিলেন তাকে। এরপর এই নম্বরটি ব্যবহার করেন কনস্তানতিন দিমিত্রোভ নামে এক মাফিয়া। তিনি মারা যান ২০০৩ সালে। নেদারল্যান্ডের একটি ড্রাগের আখড়ায় গিয়েছিলেন তিনি। সেখানেই খুন হন তিনি। তাকে গুলি করে হত্যা করেছিল রাশিয়ান মাফিয়ারা। মারা যাওয়ার সময় তার সঙ্গে ছিল তার ফোন।

এরপর এই নম্বর আসে কনস্তানতিন দিশিলেভ নামে এক ব্যবসায়ীর হাতে। যাকে ২০০৫ সালে খুন হতে হয়। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এক ভারতীয় রেস্তোরাঁর বাইরে তাকে খুন করে ফেলা দেয়া হয়েছিল। এই ব্যক্তিও কোকেন পাচারের ব্যবসা চালাত। যদিও তার খুনের কিনারা এখনো হয়নি। ২০০৫ থেকে এই নম্বরটি সাসপেন্ড করে দেয়া হয়। এই নম্বরে ফোন করলেই শোনা যায় ‘আউটসাইট নেটওয়ার্ক কভারেজ’।


আরো সংবাদ



premium cement
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : উপদেষ্টা মাতৃভূমিতে নারী শিক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মালালা দোহারে ব্যাচ-৭৫ পুনর্মিলনী অনুষ্ঠান খুলনাকে ১৭৯ রানের টার্গেট দিলো রাজশাহী ঢাকা মেডিক্যালের মর্গে জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশ পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি নতুন বছরে মাঠে নামতে মায়ামিতে মেসি ফকিরহাটে লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শ্রমিকদের স্বৈরাচারের সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রিপনের মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ

সকল