বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৬
বৈশ্বিক স্বাধীনতা সূচকে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশের উন্নতি ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গণতন্ত্রপন্থী গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশের উন্নতি ঘটেছে। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ৪০ থাকলেও গত বছর তা ৪৫-এ দাঁড়িয়েছে। স্কোরের উন্নতির ফলে ২০২৪ সালের স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি উন্নতি হওয়া চার দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। বাকি তিনটি দেশ হলো ভুটান, শ্রীলঙ্কা ও সিরিয়া।
দ্য ফ্রিডম হাউস বলেছে, তাদের বার্ষিক ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড’ সূচকে গত বছর বিশ্বজুড়ে স্বাধীনতা হ্রাস পেয়েছে এবং ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শাসকরা তাদের হাত আরো শক্ত করে তুলেছে। তবে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে স্বাধীনতা চর্চায় আশার আলো দেখা গেছে।
প্রতিবেদনে ২০২৪ সালে স্বাধীনতার সূচকে দু’টি দেশকে নতুন করে ‘স্বাধীন’ দেশের শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে। দেশ দু’টি হলো সেনেগাল ও ভুটান।
দেশ দু’টির উত্তরণের কারণ ব্যাখ্যায় এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালে বিদায়ী প্রেসিডেন্ট ভোট পিছিয়ে দেয়ার অপচেষ্টা করেছিলেন। কিন্তু বিরোধীদের আন্দোলনের মুখে সেই অপচেষ্টা ব্যর্থ হয় এবং ভোটে বিরোধীরা জয়ী হন।