২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

জলাভূমি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : ড. আইনুন নিশাত

জলাভূমি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : ড. আইনুন নিশাত - ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘The world is full of beautiful things’ -এর মোড়ক উন্মোচন মঙ্গলবার বিকেলে অমর একুশে বইমেলায় অনুষ্ঠিত হয়েছে।

বইটির মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য পানি ও পরিবেশবিদ অধ্যাপক ড. আইনুন নিশাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল নাসের।

বইটির মোড়ক উন্মোচনকালে অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, বাংলাদেশের জলাভূমি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে গবেষণা ও তথ্য সংরক্ষণ সময়ের দাবি। ড. খন্দকার আজিজুল ইসলামের এই গবেষণাধর্মী বইটি আমাদের জলাভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি মূল্যবান সংযোজন।

ড. খন্দকার আজিজুল ইসলাম তার বই সম্পর্কে বলেন, বাংলাদেশের জলাভূমি সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ হলেও এ বিষয়ে পর্যাপ্ত গবেষণা ও তথ্য সংরক্ষণের অভাব রয়েছে। এই বইটি সেই শূন্যস্থান পূরণের প্রচেষ্টা। এতে দেশের প্রধান জলাভূমির তালিকা, বৈশিষ্ট্য ও সংরক্ষণ ব্যবস্থাপনার বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, যা গবেষক, নীতিনির্ধারক ও পরিবেশবিদদের জন্য সহায়ক হবে।

অধ্যাপক ড. নিয়ামুল নাসের বাংলাদেশের পরিবেশ, জলবায়ু ও প্রতিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের জলাভূমিগুলো সঙ্কটাপন্ন। এই গবেষণাধর্মী বইটি জলাভূমি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, গবেষণাধর্মী এই বইটি এনআরবি স্কলার্স পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এবং এটি পরিবেশ, জলবায়ু ও প্রতিবেশবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে।


আরো সংবাদ



premium cement
চন্দনাইশে ছাত্রশিবিরের কোরআন বিতরণ জুলাইয়ে বাংলাদেশ আসছে পাকিস্তান বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরো জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার কুলাউড়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতেই পিলখানা হত্যাকাণ্ড : ফখরুল ইসলাম শহীদ আবু সাইদের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ চাঁদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল

সকল