২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

জলাভূমি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : ড. আইনুন নিশাত

জলাভূমি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : ড. আইনুন নিশাত - ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘The world is full of beautiful things’ -এর মোড়ক উন্মোচন মঙ্গলবার বিকেলে অমর একুশে বইমেলায় অনুষ্ঠিত হয়েছে।

বইটির মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য পানি ও পরিবেশবিদ অধ্যাপক ড. আইনুন নিশাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল নাসের।

বইটির মোড়ক উন্মোচনকালে অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, বাংলাদেশের জলাভূমি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে গবেষণা ও তথ্য সংরক্ষণ সময়ের দাবি। ড. খন্দকার আজিজুল ইসলামের এই গবেষণাধর্মী বইটি আমাদের জলাভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি মূল্যবান সংযোজন।

ড. খন্দকার আজিজুল ইসলাম তার বই সম্পর্কে বলেন, বাংলাদেশের জলাভূমি সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ হলেও এ বিষয়ে পর্যাপ্ত গবেষণা ও তথ্য সংরক্ষণের অভাব রয়েছে। এই বইটি সেই শূন্যস্থান পূরণের প্রচেষ্টা। এতে দেশের প্রধান জলাভূমির তালিকা, বৈশিষ্ট্য ও সংরক্ষণ ব্যবস্থাপনার বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, যা গবেষক, নীতিনির্ধারক ও পরিবেশবিদদের জন্য সহায়ক হবে।

অধ্যাপক ড. নিয়ামুল নাসের বাংলাদেশের পরিবেশ, জলবায়ু ও প্রতিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের জলাভূমিগুলো সঙ্কটাপন্ন। এই গবেষণাধর্মী বইটি জলাভূমি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, গবেষণাধর্মী এই বইটি এনআরবি স্কলার্স পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এবং এটি পরিবেশ, জলবায়ু ও প্রতিবেশবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে।


আরো সংবাদ



premium cement