নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে : সেনাপ্রধানের ‘সতর্কবার্তা’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪
‘নিজেরা কাঁদা ছোড়াছুড়ি বা মারামারি-কাটাকাটি করলে’ দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই সতর্কতা উচ্চারণ করেন তিনি।
কোনো পক্ষের নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাঁদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।’
‘পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি,’ যোগ করেন তিনি।
মতের বিরোধ থাকলেও দিনশেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে সবাইকে এক থাকার আহবান জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
‘তাহলে দেশটা উন্নত হবে, সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাবো। বিশ্বাস করেন, ওই দিকে আমরা যেতে চাই না,’ বলেন সেনাপ্রধান।
সূত্র : বিবিসি