২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা

আসিফ নজরুল - ছবি - ইন্টারনেট

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘টাকা থাকলে বদ মতলব থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’

তবে এ ব্যর্থতা উত্তরণের জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। পরিস্থিতি মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খারাপ হয় তখন আমরা প্রচণ্ড আত্ম-জিজ্ঞাসায় পড়ি।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement