স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭
স্থানীয় সরকারের সকল কার্যক্রম, পরিবীক্ষণ, মূল্যায়ন, আর্থিক অডিট, পারফরমেন্স অডিট ও কমপ্লায়ন্স অডিট পরিচালনার জন্য একটি পৃথক অধিদফতর গঠনের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।
গত ১৮ নভেম্বর সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে একটি কমিশন গঠিত হয়।
কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এ সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, “যেহেতু কাজ পরিপূর্ণভাবে শুরু করতে বিলম্ব হয়েছে, তাই পূর্ণাঙ্গ প্রতিবেদন শেষ করতে আরো কিছু সময় প্রয়োজন হবে। ইতোমধ্যে সরকার ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করে জাতীয় নেতৃবৃন্দের সাথে সংস্কার বিষয়ে আলোচনা করছে। তাই স্থানীয় সরকার সংস্কার কমিশন আলোচনা ও ঐকমত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে সহজতর করার জন্য এ কমিশনের তৈরিকৃত প্রাথমিক কিছু মৌলিক সুপারিশ এখনই সরকার ও ঐকমত্য কমিশনের আলোচনার জন্য উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রাথমিক সুপারিশের সাথে আরো দু’টি অধ্যায় বিশেষত সারাদেশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে ৪৬৬৮০ জন উত্তরদাতার মধ্যে পরিচালিত মতামত জরিপ এবং নির্বাচন বিষয়ক একটি অধ্যায় যুক্ত করা হয়েছে।”
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক অধিদফতরের কার্যক্রম বিষয়ে বলা হয়, স্থানীয় সরকার বিভাগে বর্তমানে কার্যরত পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদফতরকে অধিকতর শক্তিশালী করে পুনর্গঠিত একটি নতুন অধিদফতর গঠন করার সুপারিশ করা হলো।
এ অধিদফতরে পেশাদার আমলার সাথে আর্থিক নিরীক্ষা, পারফরমেন্স অডিট, কমপ্লায়েন্স অডিট, মনিটরিং ও প্রকল্প কর্ম মূল্যায়নের দক্ষতা সম্পন্ন পেশাজীবী নিয়োগ করা হবে। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সকল প্রতিষ্ঠানের কাজকর্ম এ অধিদফতরের আওতাধীন হবে। স্থানীয় সরকার কমিশন ও স্থানীয় সরকার বিভাগ এ অধিদফতরের প্রয়োজনীয় আইন কানুনের খসড়া তৈরি করবে। বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক স্থানীয় সরকার এবং ডেপুটি কমিশনার অফিসের সাথে সংযুক্ত উপপরিচালক স্থানীয় সরকারের পদসমূহ বিলুপ্ত হবে। একজন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তার অধীনে অনুন্য ১০ জনের একটি সংগঠন ওপরে বিবৃত অধিদফতরের অধীনে প্রতিটি জেলায় কাজ করবে। এ অধিদফতর সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আয় ব্যয় ও সেবা কর্মের ওপর প্রতিবছর একটি প্রতিবেদন প্রকাশ করবে বলে সুপারিশমালায় উল্লেখ করা হয়।
সূত্র : বাসস