২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

সমুদ্রের তলদেশে বিশ্বজুড়ে ইন্টারনেট ক্যাবল স্থাপন করবে মেটা

সমুদ্রের তলদেশে বিশ্বজুড়ে ইন্টারনেট ক্যাবল স্থাপন করবে মেটা - ছবি - সংগৃহীত

বিশ্বজুড়ে ৫০ হাজার কিলোমিটার ক্যাবল (তার) সমুদ্রের তলদেশে স্থাপন করার পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।

প্রযুক্তি জায়ান্ট মেটা জানিয়েছে, প্রজেক্ট ওয়াটারওয়র্থ নামক এ প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করা হবে। এর কাজ সম্পন্ন হলে তা হবে সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ক্যাবল প্রকল্প।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। সোশ্যাল মিডিয়ার বাইরেও প্রযুক্তিতে মেটা তার উপস্থিতি প্রসারিত করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এর অবকাঠামো।

প্রতিষ্ঠানটি জানায়, তাদের নতুন ক্যাবল প্রকল্পটি পাঁচটি প্রধান মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করবে এবং এর এআই প্রকল্পগুলোকে সমর্থন করবে।

মেটা একটি ব্লগ পোস্টে বলে, এ প্রকল্পটি বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করবে, ডিজিটাল অন্তর্ভুক্তি সহজতর করবে এবং এই অঞ্চলগুলোতে প্রযুক্তিগত উন্নয়নের সুযোগ উন্মুক্ত করবে।

প্রতিষ্ঠানটির মতে, এ ক্যাবলটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ ক্যাবল হবে। এতে ২৪ ফাইবার-পেয়ার সিস্টেম ব্যবহার করা হবে। ফলে এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হবে।

সমুদ্রের তলদেশে ক্যাবলগুলো ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এগুলো বিভিন্ন ধরণের ডিজিটাল পরিষেবা দিতে এবং দ্রুত বিশ্বব্যাপী ডেটা স্থানান্তরে সহায়তা করে।

একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্বের ৯৫ শতাংশেরও বেশি ইন্টারনেট ট্র্যাফিক সমুদ্রের তলদেশের ক্যাবলের মাধ্যমে স্থানান্তরিত হয়।

টেলিযোগাযোগ বাজার গবেষণা সংস্থা টেলিজিওগ্রাফি জানায়, বর্তমানে বিশ্বব্যাপী জনসাধারণের কাছে পরিচিত এমন ৬০০টিরও বেশি সাব-সি ক্যাবল সিস্টেম রয়েছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়ায় হোয়াইট হাউসের বিরুদ্ধে এপির মামলা মেলায় সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ৩ বই ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি

সকল