২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

মেধা ও যোগ্যদের মূল্যায়নে গুরুত্বারোপ : মেডিসিন সোসাইটির সম্মেলনে বক্তারা

মেডিসিন সোসাইটির সম্মেলন - ছবি : সংগৃহীত

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সম্মেলনে চিকিৎসক নেতারা বলেন, এখন থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চিকিৎসকদের মূল্যায়ন করা হবে। পদোন্নতি ও বদলিতে মেধাহীনদের স্থান হবে না।

গত রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সম্মেলনে চিকিৎসক নেতারা এভাবেই তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।

সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা: মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। সম্মেলনে অধ্যাপক সিদ্দিকী চিকিৎসায় কৃত্রিম বৃদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপর একটি পেপার উপস্থাপন করেন।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষায় এআই ব্যবহার করা হলে রোগ নির্ণয় ও চিকিৎসা আরো দক্ষতার সম্পন্ন করা যাবে। তাতে করে রোগীদের কষ্ট কমবে একই সাথে বারবার পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে অর্থ অপচয় বন্ধ হবে। তাছাড়া অধ্যাপক সিদ্দিকী মেডিসিনের চিকিৎসকদের উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব ডা: মো: জাকিারিয়া আল আজিজ।

অনুষ্ঠনে কয়েক শ’ মেডিসিন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, গত ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্যখাতে স্থবিরতা নেমে আসে। মেধাহীন, অযোগ্য চিকিৎসকরা নীতিনির্ধারণী পদে বসে গিয়ে জাতির এ ক্ষতি করা হয়। ব্যক্তি স্বার্থে সারাদেশের মেডিক্যাল শিক্ষাকে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, সামনের দিনগুলোতে বাংলাদেশে আরো অগ্রসর মেডিক্যাল প্রযুক্তি ব্যবহার করতে চাই। পারিবারিকরণ থেকে বের হয়ে সবার অংশগ্রহণে স্বাস্থ্যখাতকে আমরা সাজাতে চাই। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটি অব মেডিসিনের বৈজ্ঞানিক সেক্রেটারি ডা: মো: শাহাবুল হুদা চৌধুরী, ডা: আবুল কালাম মুহাম্মদ সাজেদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বলা হয়, সামনের দিনগুলোতে গবেষণা বাড়ানো হবে। বাংলাদেশের বাজেটে জিডিপি’র যে অংশ বরাদ্দ করা হয় এটা খুবই অপ্রতুল। স্বাস্থ্য খাতে আরো বেশি বাজেট বরাদ্দ করার দাবি জানাবো।


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

সকল