০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

বঙ্গবন্ধু শেখ মুজিব বাদ দিয়ে বিএসএমএমইউর নতুন ব্যানার

বিএসএমএমইউর নাম পরিবর্তন করে নতুন ব্যানার - ছবি : নয়া দিগন্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয়ের সর্বত্র নতুন এই নামটি প্লাস্টিক সাইনে কমপোজ করে কে বা কারা টানিয়ে দিয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কিছু বলতে পারছে না। একটি সূত্র জানিয়েছে, ‘এই নামটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি, এটা নিশ্চিত হওয়া গেছে। সরকারি অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন করতে পারেন না।’

আজ শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের চোখে পড়ে এমন সবগুলো স্থানে প্লাস্টিক ব্যানারে আগের নামের ওপরে নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ সাটিয়ে দিয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সি ব্লক, ডি ব্লক, বি ব্লক, সুপার স্পেশালাইজড হাসপাতাল, এফ ব্লকসহ মেইন গেটগুলোতে নতুন নাম সাটিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে কর্মরতরা বেশি কিছু বলতে না পারলেও কয়েকজন জানিয়েছেন, তারা শুনেছেন গভীর রাতে ‘ছাত্র-জনতা’ পরিচয় দিয়ে একদল লোক নামের নতুন সাইনটি লাগিয়ে দিয়ে গেছে।

এ ব্যাপারে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘আমিও দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নতুন একটি নাম। নাম পরিবর্তনের এই ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত নয়। সরকারি অনুমোদন ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা যায় না।’

তাহলে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ নামের পরিবর্তে নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ সাটিয়ে দিয়েছে কারা? প্রশ্নের জবাবে অধ্যাপক মো: নজরুল ইসলাম বলেন, ‘আমরা জানি না, আগেই বলেছি সরকারের অনুমোদন ব্যতিরেকে আমরা প্রশাসনের পক্ষ থেকে নাম পরিবর্তন করতে পারি না।’

তবে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত ৬ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন সময়ের দাবি। বিভিন্ন সময় জুলাই আন্দোলনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা প্রশাসনের পক্ষ থেকে সরকারের অনুমতি চেয়েছি। সরকারি অনুমতি সাথে সাথে পাওয়া যায় না, এটা সময়ে ব্যাপার। আমরা সরকারের অনুমতি চেয়েছি, সরকার অনুমতি দিলে নাম পরিবর্তন হবে, না দিলে এভাবেই থাকবে।’

ধারণা করা হচ্ছে, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি যারা ভেঙ্গেছে তাদেরই একটি গ্রুপ নতুন নাম টানিয়ে দিয়ে যেতে পারে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও চিকিৎসকের সাথে কথা বললে তারা নাম পরিবর্তনের ব্যাপারে কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে জানান।

বিশ্ববিদ্যালয়ের ড্যাব ও এনডিএফর একাধিক নেতাকে জিজ্ঞাসা করা হলে, তারাও এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার ওপর কঠোর অবস্থান ট্রাম্পের শিরোপা নিয়ে কাল বরিশাল যাচ্ছেন তামিমরা মিয়ানমারের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে নতুন স্থলবন্দর তৈরি করা হবে বিপিএলে আসা সব বিদেশী ক্রিকেটারের দায়িত্ব নেবে বিসিবি আগে গণহত্যার বিচার, তারপর অন্যকিছু : জামায়াত আমির সামনের সপ্তাহে ওয়াশিংটনে জেলেনস্কির সাথে বৈঠক হতে পারে : ডোনাল্ড ট্রাম্প আজ থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ দিল্লিতে গেরুয়া ঝড়, মসনদে ফিরছে বিজেপি ফার্মগেটে ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সিটিটিসি মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত, গ্রেফতার ১ দীর্ঘ ৬ বছর পর রাবিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম, নীতিমালায় থাকছে না পরিবর্তন

সকল