০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

- ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি মশার কয়েল স্ট্যান্ডের কারখানায় কাজ করতেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কাওসারকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শারমিন জানান, আমি এবং কাউসার একটি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করি। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখি তিনজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণো করেন। তিনি মাতুয়াইল মৃধাবাড়ী এলাকায় থাকতেন। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, ‘যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।’


আরো সংবাদ



premium cement

সকল