বিইউপিতে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৪
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সাইন্স এবং গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ ‘সেইফ অ্যান্ড জাস্ট অপারেটিং স্পেস (এসজেওএস) ফর অ্যাসিভিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) ইন বাংলাদেশ’ বিষয়ক একটি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সেমিনার ও কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য পরিবেশগত ও সামাজিক প্রতিবন্ধকতা মোকাবেলা করার উপায় নিয়ে আলোচনার মাধ্যমে একটি সুসংগঠিত এবং পরিবেশবান্ধব কাঠামো গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা। দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক এবং নীতিনির্ধারকরা এ আয়োজনে অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন কৌশল ও সমাধান নিয়ে কাজ করেন, যা বাংলাদেশে একটি যথাযথ ও নিরাপদ কর্মপরিসর তৈরির মাধ্যমে এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবর্তন আনয়নের লক্ষ্যে দলগতভাবে শিক্ষালাভ, ধ্যানধারণার আদান প্রদান এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন কীভাবে অবদান রাখতে পারে সে ব্যাপারে এ সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: সারওয়ার হোসেন, মোহাম্মদ আলী নওশে এবং পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের (আইডব্লিউএফএম) সাবেক পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম সেমিনারে প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক ড. মো. আব্দুল লতিফ। এছাড়াও অনুষ্ঠানে বিইউপির ঊর্দ্ধতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি